প্রোগ্রামারদের সময় বাঁচানো মানে জীবন বাঁচানো! আর pnpm
ঠিক সেটাই করে –
পাগলের মতো ফাস্ট!
pnpm
হচ্ছে npm
ও yarn
এর চেয়ে অনেক গুণ দ্রুত, কারণ এটি হার্ড ড্রাইভে একই প্যাকেজ বারবার কপি না করে, একটাই কপি শেয়ার করে সব প্রজেক্টে। ফলে ইন্সটল টাইম কম, ডিস্ক ইউজ কম।
ডিস্ক স্পেসে বিশাল সাশ্রয়!
প্রতিটি ডিপেন্ডেন্সির আলাদা আলাদা কপি না রেখে pnpm
একটি কনটেন্ট অ্যাড্রেসড স্টোর তৈরি করে – যা গিগাবাইটের পর গিগাবাইট জায়গা বাঁচায়।
Consistent & Secure
প্যাকেজ রেজলিউশন অনেক ডিটারমিনিস্টিক এবং লজিক্যাল – ফলে সেম প্রজেক্টে সব ডেভেলপারের একই রেজাল্ট পাওয়া যায়।
Monorepo ফ্রেন্ডলি
pnpm
নেটিভভাবে monorepo
সাপোর্ট করে, তাই একাধিক প্যাকেজ নিয়ে কাজ করা আরো সহজ ও পারফর্মেন্ট।
Speed Comparison (বাস্তব অভিজ্ঞতায়)
npm install
30-60 সেকেন্ড। pnpm install
5-10 সেকেন্ড। বাস্তবে প্রায় 3x - 7x Fast!
সুইচ করতে চান?
npm install -g pnpm
যদি আপনি performance, space-saving, ও modern dev workflow চান তাহলে pnpm
is a smart upgrade from npm
. যারা এখনো এক্সপ্লোর করেননি করে দেখতে পারেন। বিশেষ করে যাদের লো কনফিগারেশন এর পিসি রয়েছে।
বিস্তারিত ডকুমেন্টেশনঃ
https://pnpm.io/installation