Re@zul's
|

Laravel Production Bug: External API Call Hang করে সার্ভার Slow করে দিচ্ছে?

Last modified at 08 May, 2025

একদিন production এ এক অদ্ভুত সমস্যা হয়েছিল...

একটা simple external API call করছিলাম Laravel এর Http::get() দিয়ে। Localhost এ ঠিকঠাক চলছিল, staging এও কোনো সমস্যা ছিল না।
কিন্তু production এ গিয়ে দেখি – কিছু request hang করে থাকে! পুরো সার্ভিস slow হয়ে যায়, response time বেড়ে যায়, queue backlog বাড়তে থাকে।

কী কারণে এমনটা হচ্ছিল?

Initial investigation এ দেখি, external API টা response দিতে অনেক দেরি করছিল।
আর আমাদের Laravel সার্ভার তখন বসে বসে সেই response এর জন্য অপেক্ষা করছিল – কোনো timeout সেট করা ছিল না!

ফলে কয়েকটা request একসাথে stuck হয়ে queue overflow এর মতো সমস্যা তৈরি করছিল।

সমাধান: Timeout সেট করুন! ⏱️

Laravel এ Http::timeout() method ব্যবহার করে আপনি সহজেই timeout সেট করতে পারেন।

$response = Http::timeout(5)->get('https://external-api.com/data');
Tags : Laravel